Commentaires récents

William Chapman
Thank you, for this quote. I appreciate it very much.

Candace Owens
It's a method that is used to silent those who don't want to hear it. …

Khaldoon Khalid
Very relatable, especially at 23 as I'm finishing up my last week of undergrad this …

Michael Sugrue
Yeah, that's great and all. But here's a reminder that you can praise God up …

Candace Owens
nobody wants to type a candace owens quote loser

Plus

42m41's citations

Tout citations

ভাব-সম্প্রসারণ - প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব-সেরা প্রাণী। মূল কারণ তার মন আছে। এই মনের মাধ্যমে মানুষ তার চারপাশের জগতের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলে। তার মধ্যে ভালো মন্দের ধারণার সৃষ্টি করে নৈতিকতার জন্ম দেয়। এমনকি এই মন দিয়ে সে গড়ে তোলে তার নিজস্ব সংস্কৃতি। এই সাংস্কৃতিক বোধ থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উপাদান। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এইসব উপাদান থাকে না। ইতর প্রাণীর মন থাকে না বলে তার সংস্কৃতি নেই, তার ভালো-মন্দের বোধ নেই, তার নৈতিকতার বালাই নেই। মানুষের মন এভাবে অন্যান্য প্রাণী থেকে।

ভাব-সম্প্রসারণ - জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তখন পিছনে পড়ে থাকে তার ভালো-মন্দ সব ধরনের কাজ। কাজ ভালো হলে বহু কাল যাবৎ মানুষ তা মনে রাখে। আর কাজ খারাপ হলে যুগ যুগ ধরে সকলে তার নিন্দা করে। বংশমর্যাদার উপরে এইসব সুনাম বা দুর্নাম নির্ভর করে না। বংশে কেউ একজন সুনাম করলে সেই বংশের মর্যাদা বাড়ে। তবে তার অর্থ এই নয় যে, এই মর্যাদা চিরস্থায়ী। কেননা, একই বংশে কোনো কুলাঙ্গার জন্ম নিলে সেই মর্যাদা ভূলুণ্ঠিত হতে পারে।.

ভাব-সম্প্রসারণ - আপনি আচরি ধর্ম শিখাও অপরে
কাউকে উপদেশ দেওয়া যত সহজ, উপদেশ পালন করা তার চেয়ে অনেক কঠিন। যে উপদেশ দেয়, সে যদি নিজে তা পালন না করে, তাহলে উপদেশ-গ্রহণকারীর কাছে এর গুরুত্ব থাকে না। অন্যদিকে উপদেশ দানকারী যদি সেই উপদেশের পালনীয় দিক নিজ জীবনে পালন করে দেখান, তাহলে উপদেশ-গ্রহণকারী উপদেশ পালনে দৃষ্টান্ত পেয়ে যান, যা তার জীবনাচরণে সক্রিয় প্রভাব ফেলে। সাধারণ ধর্মপ্রবর্তক, ধর্মপ্রচারক, জ্ঞানী ব্যক্তি বা জীবনে প্রতিষ্ঠাপ্রাপ্তদের তরফ থেকে উপদেশ-বাণী বর্ষিত হয়ে থাকে।.

অজানা - পাখি
কাকের মতোই আর একটি পাখি কোকিল। কণ্ঠের জগতে কোকিল শ্রেষ্ঠ। এ পাখির কণ্ঠ এত মিষ্ট ও চড়া এবং পিরষ্কার যে আর। কোনাে পাখির এরূপ কণ্ঠ হয় না। এজন্য কোকিল পাখিকে গানের পাখি বলা হয়। তবে শুধু বসন্তকালেই কোকিলের কুহু' ডাক শােনা যায় । তার কুহু কুহু ডাকে অরণ্য জগৎ মুখরিত হয়ে ওঠে। পরিবেশ-প্রকৃতি আলাদা মহিমার পরিচয় দেয়। কোকিলের মতােই আর এক প্রকার পাখি আমাদের দেশে প্রচুর দেখা যায় তা হলাে 'বউ কথা কও' পাখি। এ পাখিরও আগমন হয়। বসন্তকালে। অল্প কিছুদিনের জন্য দেখা দিয়ে থাকে এ পাখিটি।.

মোস্তফা তারিকুল আহসান - বাংলাদেশের উপন্যাস : একটি সরল পাঠ-২
ইউরোপীয় উপন্যাসের অনুকরণে বাংলা উপন্যাস যাত্রা শুরু করেছিল মনে করা হয়। কথাটি আংশিক সত্য। হ্যানা ক্যাথেরিন ম্যুলেন্স ফুলমণি ও করুণার বিবরণ লিখেছিলেন এদেশীয় পটভূমি নিয়ে; লেখাটি কাঁচা, ঠিক উপন্যাস হয়ে ওঠেনি। টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল লিখেছিলেন, সেটাও এদেশীয় সমাজ-পটভূমি নিয়ে। এরপর বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয় আধুনিক তথা ইউরোপীয় উপন্যাসের প্রচলন। বঙ্কিম অসাধারণ লেখক, তবে বঙ্কিমকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, টেকচাঁদকে সেভাবে দেওয়া হয় না।.

মোস্তফা তারিকুল আহসান - বাংলাদেশের উপন্যাস : একটি সরল পাঠ
উপন্যাস প্রত্যয়টির সঙ্গে পরিচিত সবাই জানেন, ইউরোপে শিল্প-বিপ্লবের পর, ব্যক্তি মানুষ যখন জেগে ওঠে অর্থাৎ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের জন্মের পর উপন্যাসের আবির্ভাব হয়। সময়টা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। মহাকাব্যের বিশাল পটভূমিতে ব্যক্তিজীবনের অনুভূতি-ক্লেদ পাঠক ঠিকমতো খুঁজে পেত না। মহাকাব্যের যুগ শেষ হওয়ার পরই সে-কারণে উপন্যাসের যুগ বোধহয় শুরু হয়। অসম্ভব এক সম্ভাবনাকে মানুষের সামনে প্রতিভাত করার প্রত্যয় থেকে উপন্যাস লেখার প্রচলন হয়। সাহিত্যের এ-ফর্মকে সহজে সংজ্ঞায়িত করা সম্ভব নয়।.

প্রথম আলো - তিনি কি কপিল
এমন ছবি ভাইরাল হওয়ারই কথা। ভারতের ভুবনেশ্বরের রাস্তা। সেখানে মোটরসাইকেলে করে খাবার দিতে যাচ্ছেন একজন। দেখতে ঠিক কপিল শর্মার মতো! আকাশ সিং নামের একজন ইনস্টাগ্রামে দিতেই সেই ছবি ভাইরাল। দ্য কপিল শর্মা শো-এর জনপ্রিয় উপস্থাপক খাবার ডেলিভারি করছেন। এমন ছবি ভাইরাল হবে না? প্রথমে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি এটি কপিল শর্মার ছবি? নাকি কপিল শর্মার মতো দেখতে কারও। কারণ, এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের মতো দেখতে ভক্তদের ছবি প্রায়ই ভাইরাল হয়। কিন্তু জানা গেল, এটি আসলে কপিলেরই একটি ছবি।.

প্রথম আলো - ৫০ কোটি ডলারের ঘরে ‘দ্য ব্যাটম্যান’
আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা 'দ্য ব্যাটম্যান'। ডিসি কমিকসের জনপ্রিয় ব্যাটম্যান চরিত্রে রবার্ট প্যাটিনসনের অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। ছবিটি বিশ্বব্যাপী ৪ মার্চ মুক্তি পায়। বক্স অফিস মোজো অনুযায়ী, ২০ কোটি ডলার খরচে নির্মিত সিনেমাটির আয় ইতিমধ্যে ৫০ কোটি ডলার ছাড়িয়েছে। কমিকবুক ডটকমের একটি প্রতিবেদন অনুযায়ী, ছবিটি যুক্তরাষ্ট্রে ২৫ কোটি এবং আন্তর্জাতিক বাজারে ২৫ কোটি ডলার আয় করেছে।.

প্রথম আলো - এবার উইজডেন ইন্ডিয়ার স্বীকৃতি পেলেন বাবর
করাচি টেস্ট শেষ হয়েছে গত বুধবার। আগামী পরশু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। কিন্তু লাহোর টেস্ট নিয়ে এখনো সেভাবে কথা হচ্ছে কই! সবাই যে এখনো মেতে আছে করাচিতে বাবরের ম্যাচ বাঁচানো ইনিংসটি নিয়ে। ৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পাননি বাবর। কিন্তু বাবরেরও সেটা নিয়ে অতটা আক্ষেপ আছে বলে মনে হয় না। করাচিতে ১৭১.৪ ওভার ব্যাটিংয়ে টিকে থেকে পাকিস্তানের বিখ্যাত এক ড্র আর সেটা এনে দেওয়ার আনন্দেই যে ভাসছেন তিনি।.

প্রথম আলো - পাকিস্তানের এশিয়া কাপ যাচ্ছে শ্রীলঙ্কায়
করোনা মহামারি ২০২০ এশিয়া কাপ হতে দেয়নি। এক বছর পেছানোর পর যা-ও আয়োজনের সম্ভাবনা জেগেছিল, পাকিস্তানে টুর্নামেন্টটির আয়োজন নিয়ে ভারতের আপত্তি আর করোনার মাথাচাড়া দেওয়ায় সেবারও হয়নি। অবশেষে ২০২২-এ এশিয়া কাপের আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তবে পাকিস্তানে নয়, টুর্নামেন্টটি হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের জন্য আপাতত সান্ত্বনা, ২০২৩ এশিয়া কাপ আয়োজনের স্বত্ত্ব তাদের দেওয়া হবে। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্যদের বার্ষিক সাধারণ সভার পর সিদ্ধান্ত, এবারের এশিয়া কাপ হবে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে।.

প্রথম আলো - বৈদেশিক মুদ্রা লেনদেনে নতুন নিয়ম করেছে রাশিয়া
বিদেশি ঋণদাতাদের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ন্ত্রণে একটি অস্থায়ী বিশেষ অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে দেশটি। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। খবর আরটির নতুন এই নিয়মে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে নিয়ন্ত্রণ আনতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে যেকোনো বিদেশি কোম্পানি ও ব্যক্তির কাছে অর্থ লেনদেনের সর্বোচ্চ পরিমাণ বেঁধে দিতে পারবে...

প্রথম আলো - এক বছর পর করোনায় আবার মৃত্যু চীনে
চীনে এক বছরের বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এ কথা জানিয়েছে। দুজনই উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের বাসিন্দা। করোনা প্রাদুর্ভাবের পর বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ দেখছে দেশটি। গত বছরের ২৬ জানুয়ারির পর করোনায় মৃত্যু হলো চীনে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত মানুষের সংখ্যা ৪ হাজার ৬৩৮। আজ নতুন করে ৪ হাজার ৫১ জন সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে কমিশন। আগের দিন এ সংখ্যা ছিল ৪ হাজার ৩৬৫।.

প্রথম আলো - ইউক্রেনে রুশ সেনাবাহিনীর যত ভুল
বিশ্বের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী সশস্ত্র বাহিনী রাশিয়ার। এরপরও ইউক্রেনে হামলা শুরুর প্রায় এক মাসের মাথায় এসে কাঙ্ক্ষিত ফল অর্জন থেকে অনেকটাই পিছিয়ে রুশ বাহিনী। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর এমন ভূমিকা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের অনেককেই অবাক করেছে। তাঁদের অনেকেই একে 'হতাশাজনক' বলছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) গত সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, 'ইউক্রেনে লক্ষ্য অর্জনে রাশিয়ার ব্যর্থতা সুস্পষ্ট হয়েছে।.

প্রথম আলো - রাশিয়ার তেল কিনে বাইডেনের তত্পরতায় পানি ঢালছে ভারত
ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে সারা বিশ্বকে একজোট করতে জোর চেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যেই রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের আমদানি বন্ধসহ গুরুতর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। একই পথে হেঁটেছে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ। সেখানে ব্যতিক্রম ভারত ও চীনসহ হাতে গোনা কয়েকটি দেশ। এশিয়ার প্রভাবশালী দুই দেশ চীন ও ভারত জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে। এখন রাশিয়া থেকে তেলের আমদানি বাড়াচ্ছে নয়াদিল্লি।

হেলাল হাফিজ - একটি পতাকা পেলে
কথা ছিলো একটি পতাকা পেলে, আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,-'পেয়েছি, পেয়েছি'। কথা ছিলো একটি পতাকা পেলে পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে। কথা ছিলো একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে।.

রবীন্দ্রনাথ ঠাকুর - মনে পড়া
মাকে আমার পড়ে না মনে। শুধু কখন খেলতে গিয়ে, হঠাৎ অকারণে একটা কী সুর গুনগুনিয়ে, কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইত, আমার দোলনা ঠেলে ঠেলে; মা গিয়েছে, যেতে যেতে।.